সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার বিকাল ৪টায় উপকূল দিবস উপলক্ষে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে সুন্দরবন প্রেসক্লাবে লিডার্সের আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপকূলীয় এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহব্বান জানিয়ে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন, লিডার্সের পিএম এবি এম জাকারিয়া, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক প্রমুখ।
বক্তারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-জলোচ্ছ্বাস, মাটি ক্ষয় এবং পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে এই অঞ্চলে জীবন-জীবিকার ওপর যে প্রভাব পড়ছে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টির আহব্বান জানান। এছাড়া বক্তারা উপকূলের সংকট নিরসনে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করার দাবি জানান।
যাযাদি/ এসএম