আরবান ইয়ুথ সোসাইটি'র আয়োজনে ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ৭ দিন ব্যাপী ক্যাটারিং (রান্না) বিষয়ক কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) শহরের ডাক্তার পাড়াস্থ আরবান ইয়ুথ সোসাইটি কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা।
ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মুহাম্মদ হিলালুদ্দিনের সভাপতিত্ব ও উপজেলা সহকারী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন ফেনীর উপ-পরিচালক সাইফুদ্দিন মোঃ হাসান আলী। এসময় তিনি বলেন, ফেনীর নারীদের মাঝে আগ্রহ রয়েছে, বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরা ও সর্বমহলে এগিয়ে যাচ্ছে। নতুন রাষ্ট্র সংস্কারে প্রতিটি ক্ষেত্রে এভাবেই যদি নারীদের সম্পৃক্ত করা যায় তাহলে দেশ বির্নিমান সহজ হবে। তিনি আরো বলেন, নারীদের স্বাবলম্বী করণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক ঋণ'সহ, বিভিন্ন কোর্সের আওতায় দ্রুত তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করা হবে। এছাড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান আরবান ইয়ুথ সোসাইটির কাজের সুনাম ধরে রাখার জন্যও বেশ কিছু পরামর্শ দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, যুব উন্নয়ন ফেনীর সহকারী পরিচালক আহমেদ কবির মজুমদার ও সাইফ উদ্দিন আহমেদ, আরবান ইয়ুথ সোসাইটি'র চেয়ারম্যান লিয়াকত আলী আরমান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ফরায়েজীসহ জেলা ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজিম, ওমর ফারুক, শুভ'সহ প্রমুখ।
২৪-২৫ অর্থবছরের অন্তর্ভুক্ত এই কোর্সে জেলার বিভিন্ন জায়গার ৩০ জন উদ্যমী নারী প্রশিক্ষণ সিচ্চেন।
যাযাদি/ এসএম