বাজিতপুরে কৃষক ও কৃষাণীদের মধ্যে প্রশিক্ষণ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৮

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মাইজপাড়ার পার্টনার ফিল্ড স্কুলে গতকাল বুধবার সকাল ১টা হতে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কৃষি অফিসের মাধ্যমে ১৫ জন কৃষক ও ১০ জন কৃষাণীদের মধ্যে রূপা আমন ফসলের আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বিজতলা তৈরী, ভালো বীজ নির্বাচন করা, বিভিন্ন রোগ বালাই পোকা-মাকড় দমন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক ও হাদিকুল ইসলাম। 

যাযাদি/ এসএম