ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পৌর এলাকার ছনকান্দা বাজার মোড় থেকে সদরের বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি গোলচত্বর মোড়ে এসে শেষ হয়।
র্যালি শেষে সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোশাররফ হোসেন বিশ্বাসের সঞ্চালনায় ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম রুবেল'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোখলেছুর রহমান বুলু, উপজেলা যুবদল নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা আসাদুজ্জামান নোমান প্রমুখ। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা শাহজাহান মিয়া, সোহেল মিয়া, শাহীন আলম, পৌর ছাত্রদল নেতা ইমরান হাসান রবিন, শাহাদাত হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।
আগামীদিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দলের সুসময়ে হঠাৎ করে কেউ যেন প্রবেশ করে বিশৃঙ্খলা করতে না পারে সেইদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
যাযাদি/ এসএম