বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

পার্বতীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪০
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুর জামতলী যুব সংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে ৮টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মন্মথপুর জামতলী যুব সংঘ আয়োজিত এই ফাইনাল খেলায় আদিবাসী ফুটবল ক্লাব এ এফ সি দিনাজপুর বনাম সফলতার মঞ্চ ব্লাড ডোনেট পার্বতীপুর অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে সফলতার মঞ্চ ব্লাড ডোনেট পার্বতীপুরকে পরাজিত করে আদিবাসী ফুটবল ক্লাব এ এফ সি দিনাজপুর জয়ী হয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহম্মেদ, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্রীড়া অনুরাগী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক,পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম। খেলায় মাঠে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সর্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন এফ এম মোরশেদুল আলম সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান বাবু ও হাবিবুর রহমান। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে