আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সামনে রেখে বিএনপি তাদের পূর্বঘোষিত "রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা" ৩১ দফাকে আরও ব্যাপকভাবে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে বিএনপি আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিকেল ৩টায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে ৩১ দফা রূপরেখা পুনরায় তুলে ধরা হবে, যেখানে যুগপৎ আন্দোলন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনদের উপস্থিতি প্রত্যাশিত।
সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন এবং এই রূপরেখা পুনঃঘোষণা করবেন। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি প্রথম ২০২২ সালের ৩১ ডিসেম্বর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই ৩১ দফা রূপরেখা প্রণয়ন করে, যা ২০২৩ সালের ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে, বিএনপি নেতাদের মতে, গত বছরের আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে এই রূপরেখা জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হয়নি।
এছাড়া, বিএনপি ৩১ দফা রূপরেখাকে জনগণের কাছে পৌঁছে দিতে বিভাগীয় পর্যায়ে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সভায় বিভাগীয় কর্মশালার তারিখ নির্ধারণ করা হয়। এর মধ্যে ঢাকায় ১৯ নভেম্বর, চট্টগ্রাম ও রাজশাহী ২৩ নভেম্বর, খুলনা ২৫ নভেম্বর, সিলেট ৩০ নভেম্বর, ময়মনসিংহ ২ ডিসেম্বর, রংপুর ও বরিশাল ৭ ডিসেম্বর এবং ফরিদপুর ও কুমিল্লা বিভাগে ২১ ডিসেম্বর কর্মশালা অনুষ্ঠিত হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আহবায়ক আব্দুল মঈন খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস