বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

কেরানীগঞ্জে ১ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭
ছবি: যায়যায়দিন

ঢাকার কেরানীগঞ্জে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ১৩ শতাংশ সরকারি খাস জমি দখল মুক্ত ও সরকারি পুকুর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ নভেম্বর) উপজেলার রোহিতপুর ইউনিয়নের ভাড়ালিয়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ দখল মুক্ত করে এই জমি উদ্ধার করা হয়। সরকারি জমির ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাল নিশান টাঙানো হয়। এটি আরএস পুকুর শ্রেনিতে খনন উপযোগী এবং ইজারাযোগ্য।

এদিকে সরকারি জমি দখলমুক্ত এবং পুকুর উদ্ধার কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন ভূমি উপ-উপ-সহকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেন ও সার্ভেয়ার আফজাল হোসেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশন (ভূমি) মনিষা রানী কর্মকার বলেন, স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ এবং সরকারি পুকুর ভরাট করে অবৈধভাবে দখল করছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বাজার মূল্যের ১৩ শতাংশ সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে