বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ইউএনও'র মত বিনিময়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ২১:০৭
ছবি : যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ঢাকা সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান নরসিংদী কলেজের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, ঢাকা কবি নজরুল কলেজের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো, রিফাত পালোয়ানসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষ থেকে নব যোগদানকারী ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় সকলকে শান্তি-শৃংঙ্খলা বজায় রেখে সম্প্রীতির বন্ধন বজায় রাখার জন্য আহ্বান জানান ইউএনও।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে