মৌলভীবাজারে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪০
দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার উদ্যোগে জেলা শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৩ নভেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সরোয়ার আলম,চৌমুহনা শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য,জুগিডর শাখার ব্যবস্থাপক মুফছিল আলি,ওয়াবধা শাখার ব্যবস্থাপক মো.আবু জাফর,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম,সহকারী প্রধান শিক্ষক তুলসী রানী সরকার,আবুল আল মউদুদ প্রমুখ।
যাযাদি/এসএস