চট্টগ্রামের সীতাকুণ্ডে আনন্দ-সিপএনজিও’র আয়োজনে কৃষি ও আয়-বৃদ্ধিমূলক কাজে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও প্রকল্প উপকার ভোগীদের মাঝে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ-সিপ এনজিও ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম,কৃষি ব্যাংক সীতাকুণ্ড শাখা ম্যানাজার তৌহিদুল আলম সিদ্দিকি, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ। ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রমের সাথে জড়িত সীতাকুণ্ডে উপজেলার স্থানীয় এনজিও’র মনিষা’র প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু,মানব কল্যান প্রধান নির্বাহী আব্দুল মোতালেব,ইপসার শাখা ব্যবস্থাপক সুকময় বডুয়া সহ প্রকল্প উপকারভোগী- সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়নের গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে উপস্থিত ছিলেন। এদিকে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ক্ষুদ্র বা প্রান্তিক ব্যবসায়ীরা ঋণ নিতে চান, সেক্ষেত্রে তাদের ঋণের শর্ত হতে হবে সহজ ও দীর্ঘ সময় মেয়াদী। যাতে করে তারা স্বল্প পরিসরে ঋণ গ্রহণ করে ব্যবসা কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে পারে। এতে পরিবার স্বাবলম্বী হয়ে উঠলে, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন অবশ্যই হবে।
শুভেচ্ছা বক্তব্যে এম এ কুদ্দুছ বলেন, ”বেকার সমস্যা আমাদের সমাজের একটি বড় সমস্যা। যা পরিবারের উপর যথেষ্ঠ প্রভাব ফেলে। এক্ষেত্রে পরিবারকে সহায়তার জন্য প্রকল্প- স্কুল থেকে ঝরে পড়া অর্থাৎ, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করেছেন।”তিনি আরো বলেন,আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়ন কাজ করে যাচ্ছে যেমন- জলবায়ু সহনশীল চাষ পদ্ধতি,আধুনিক হাজল পদ্ধতির মাধ্যমে ডিম হতে হাঁস-মুরগীর বাচ্চা ফোটানো ও গবাদী পশু লালন-পালন, বসত বাড়ির আঙিনায় শাক-সবজি চাষ, পুকুরের সমন্বিত প্রদ্ধতিতে মাছ চাষ, ক্ষুদ্র ব্যবসা ও কারিগরী বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
যাযাদি/এসএস