বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা সভাসহ একই দিনে মোট ৩ টি সভা পরপর অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইসরাত জাহান ইতু,থানা'র নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মো: মাশরুরুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প: প:কর্মকর্তা ডা: এ জেড এম সেলিম উদ্দিনএনএসআই এর সহকারি পরিচালক মোহাম্মদ হোসাইন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাঈনুদ্দিন খালেদ,কৃষি অফিসার এনামুল হক, প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর,সদস্য জয়নাল আবেদ্দিন টুক্কু, নাইক্ষ্যংছড়িে ১১বিজিবি প্রতিনিধি,শাহ আলম,ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন,দৌছড়ি ইউপির মহিলা সদস্য জাইতুন নাহারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,গোয়েন্দা সংস্থা র সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন বিষয়ের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সন্তুষ প্রকাশ করে চোরাচালান বিষয়ে থানার বিভিন্ন মামলার সার্বিক বিষয়ে ব্যাপাক আলোচনা হয়।
যাযাদি/এসএস