সীতাকুণ্ডে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ১৮:০৯
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সীতাকুণ্ড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
গতকাল সীতাকুণ্ড উপজেলা হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম।
অুনষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার। উপজেলা স্কাউটের সম্পাদক ও ক্রীড়া শিক্ষক মোঃ জাফর ইকবালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার ইসমত আরা বেগম, একাডেমিক সুপার ভাইজার মোঃ ফারুখ হোসেন, যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল( ডিগ্রী ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল কবির, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম, ক্রীড়া শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, রানা বণিকসহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগী বিভিন্ন ইভেন্টের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে. এম রফিকুল ইসলাম। তিনি বক্তব্য বলেন মেধা বিকাশে শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা খুবই প্রয়োজন।
যাযাদি/এসএস