চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আদালতে ২৬ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গত রোববার (১০ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত নিয়োগাদেশ জারি করা হয়। একই আদেশে আগের নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করার কথাও বলা হয়। জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন এ্যাড. মো. আব্দুল ওয়াদুদ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর হিসেবে এ্যাড.মো. রবিউল হক (দোলন)। জেলা জজ আদালতে সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাড.মো. মোসাদ্দেক হোসেন (কাজল)।
এছাড়া জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন, এ্যাড.আকরামুল ইসলাম এ্যাড.মো. ইউনুস মিয়া (ফিটু), এ্যাড.মো. ময়েজ উদ্দিন, এ্যাড.হাসান জামিল (বাবলু) এ্যাড.মো. আফজাল হোসেন, এ্যাড.রেজাউল করিম,এ্যাড. ইউসুফ আলী।
সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে এ্যাড.মোল্লা হাসান শরিফ, এ্যাড.মো. জহির জামান (জনি), এ্যাড.মো. ফরহাদ হোসেন (মিলন), এ্যাড.মো. মোয়াজ্জেম হোসেন,এ্যাড. মো. তোহরুল ইসলাম (পিন্টু),এ্যাড. মো. শাহ আলম, এ্যাড.মো. মাসির আলী,এ্যাড. মো. মাসুদ রানা, এ্যাড.আবুল কালাম আজাদ নিয়োগ পেয়েছেন। জেলা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে এ্যাড.মো. খাইরুল ইসলাম ও এ্যাড.আফতাব উদ্দিন মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে।
জেলা জজ আদালতে সহকারী সরকারি কৌসুলি হিসেবে এ্যাড.মোসা. রহিমা খাতুন,এ্যাড. মো. মাহমুদুল ইসলাম (কনক), এ্যাড.মো. মাসিদুল ইসলাম, এ্যাড.নাহিদ ইবনে মিজান নিয়োগ পেয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে এ্যাড.মো. ইব্রাহীম হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের ওয়েবসাইটে নিয়োগাদেশ প্রকাশ করা হয়। সলিমিটর অনুবিভাগের (পিপি জিপি শাখা) উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
যাযাদি/এসএস