নওগাঁর ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক জন রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবারের লোকজন জানান, দুপুরে উপজেলার মহিলা কলেজ এলাকার একটি বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল মানিক হোসেন। দুপুরে বাড়িতে খাবার এসে বুকে হালকা ব্যাথা অনুভব করলে সে বিকালে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যায়। পরে প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি চলাকালীন সে মারা যায়। পরিবারের লোকজনের দাবি সে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ১৩ নভেম্বর বুধবার মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসক এর কথায় প্রাথমিক ধারনা করা হচ্ছে যৌন উত্তেজক ঔষুধ সেবনে তার মৃত্যু হতে পারে, তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী রংপুর জেলা
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ কে.এম.এস মুসাব্বির শাফি, জাতীয় ফুটবল দলের তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা বিএনপির আহŸায়ক মো. ফেরদাউস খান, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান, যুবদল নেতা রুহেল হোসেন সুমন, মনিরুজ্জামান লিটন, ছাত্রদল নেতা আহসান হাবিব প্রমুখ। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক অংশগ্রহণ করে। উক্ত খেলায় নওগাঁ জেলা দলকে রংপুর জেলা দল ২-০ গোলে পরাজিত করেন।
যাযাদি/এসএস