বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১৫:২৭
পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী
ছবি: যায়যায়দিন

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেছেন 'দুর্গম পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কিছু দুষ্কৃতকারী পাহাড়কে অশান্ত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান সাধারণ মানুষের প্রতি'।

বুধবার (১৩ নভেম্বর) সকালে গুইমারা উপজেলার বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এসময় মানবিক সহায়তা হিসেবে শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, সৌর বিদ্যুৎ, ঢেউটিন, সেলাই মেশিন, স্প্রে মেশিন, শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ৩৬২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে