উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের কেউ না থাকার প্রতিবাদে কালীগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উপদেষ্টা নিয়োগে বৈষম্যের প্রতিবাদে দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে তুষভান্ডার খেলার মাঠের কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি নেতারা।
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি উত্তরাঞ্চলকে দেশের এক নম্বর জেলা হিসেবে পরিণত করতে দ্রুত উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র প্রতিনিধি মো. আলমগীর হোসেন, মৃদুল হোসেন, রাতিলুল হাসান, আবু সাঈদ কাজল, সাজ্জাদুল ইসলাম শিস, রাশেদুল ইসলামসহ অন্যরা।
এদিকে রোববার নতুন করে ৩ জন উপদেষ্টার শপথ গ্রহণের পর থেকে ফুঁসে উঠেছে কালীগঞ্জসহ জেলাবাসী। উত্তরাঞ্চল থেকে কোনো উপদেষ্টা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ‘লাশ চাই উত্তরের, সব শাসক হবে দক্ষিণের?’ এমন প্রশ্ন রেখে প্রতিবাদ স্বরূপ ফেসবুকের প্রোফাইলের রং লাল করেছেন অনেকে।
বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে দেশে সর্বপ্রথম প্রাণ দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগে দেশের ছাত্র-জনতা জেগে উঠেছিল। পতন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের।
প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে বলেছেন রংপুর হবে এক নম্বর জেলা। অথচ উপদেষ্টা নিয়োগে উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা রাখা হয়নি। ফলে বিগত দিনের মত বর্তমানেও উত্তরবঙ্গ বৈষম্যের শিকার।
এখানকার মানুষের সমস্যাগুলো তুলে ধরে কাজ করার মত মানুষ নেই উপদেষ্টা পরিষদে। অবিলম্বে রংপুরসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
যাযাদি/ এসএম