শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কলমাকান্দায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৩ নভেম্বর ২০২৪, ১২:১১
ছবি: যায়যায়দিন

নেত্রকোণা জেলার কলমাকান্দায় মঙ্গলবার রাতে যৌথবাহিনী কলমাকান্দা অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার ও ৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে কলমাকান্দা সদরের পশ্চিম বাজার এলাকার ডোয়ারিয়াকোণা থেকে মাদক ব্যবসায়ী অনিল মল্লিকের পুর কনক মল্লিক কে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ৩০০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, দেশীয় অস্ত্রের মধ্যে একটি চাপাতী, একটি বক্সার, একটি বাইনো, একটি কোড়াল ও একটি দা জব্দ করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ চোরা কারবারি কনক মল্লিক এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে। এ সময় নেত্রকোণা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল যৌথবাহীনির সঙ্গে অভিযানে উপস্থিত ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যৌথবাহিনী অস্ত্র, মাদক, চোরাচালান ও অন্যান্যে চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে