লালমনিরহাটের কালীগঞ্জে মাঠে মাঠে সোনালী ধানের ঝিলিক দেখা গেছে। এর মাঝে চলতি আমন মৌসুমে উপজেলায় বিভিন্ন ব্লকে পার্টনার প্রকল্পের ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তন।
জানা গেছে, এবার ধান বিঘায় ২১ মন, ভালো ফলন হয়েছে। ফলন হয়েছে ৬.৩ টন/হেক্টর। এ জাতের ধানের ফলনে প্রদর্শনী কৃষকসহ অন্যান্য কৃষকরা খুশি। এটা দেখে কালীগঞ্জে অন্যান্যরা পরবর্তী মৌসুমে ব্রি ধান ১০৩ চাষে আগ্রহ প্রকাশ করেন।
বুধবার (১৩ নভেম্বর) এ নিয়ে কালীগঞ্জে দলগ্রাম ইউনিয়নের বড় দিঘিরপার এলাকায় মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা,উপজেলা শিক্ষা অফিসার আবিদা খাতুন,অতিরিক্ত কৃষি অফিসার, তুষার কান্তি রায়, উপসহকারী কৃষি অফিসার উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন উক্ত গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শতাধিক কৃষক ও উক্ত ব্লকের প্রকল্পের আর্থিক সহযোগিতায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) আঞ্চলিক কার্যালয়। বাস্তবায়নে এই মাঠ দিবস পালন করা হয়।
যাযাদি/ এসএম