শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মাদারীপুর জেলার শিবচরে জমিসংক্রান্ত বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর বোমা হামলা করা হয়েছে। এ সময় ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সাড়ে ৪ টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ওই এলাকার বাদশা মালের ছেলে মো.আল আমিন(১৮), সেকান্দার মালের ছেলে সুলায়মান মাল(১৮) এবং বাচ্চু মাল(৫০) সহ আরও দুইজন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে বিরোধের জেরে গত রবিবার সকালে সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেটের মালিক মতিউর মালকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন। এসময় রক্ষা করতে আসলে বজলু মালসহ অন্তত ১০ থেকে ১৫জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে জিন্নত শেখ ও বজলু মালকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

 এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে জুলহাস মাল বাদী হয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করেন।

এরপর মঙ্গলবার বিকেলে মতিউর মালের কয়েকজন লোক বাজারে এলে আকস্মিক তাদের ওপর বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। বোমার আঘাতে ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) এবং বাচ্চু মাল (৫০) আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সুলায়মান মাল বলেন, আনোয়ার মাল ও তার লোকজনের ভয়ে রবিবার থেকে বাজারে যেতে পারি না। আজ বিকেলে বাজারে গেলে আনোয়ার মালের লোকজন ধাওয়া করে। এ সময় সুমন মাল বোমা নিক্ষেপ করে আমাদের ওপর। আমার পায়ে লেগেছে বোমা। আরেকজনের পিঠে এবং অন্যজনের চোখের পাশে আঘাত লেগেছে।

হাজী মতিউর রহমান মাল অভিযোগ করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার আনোয়ার, বাদশা মালসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এসময় দেশীয় তৈরী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আমার বাড়িতে ভাঙচুর করে। 

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

যাযাদি/ এসএম