বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

মাদারীপুরে এক্সেস টু জাস্টিস প্রকল্পের উদ্বোধনী সভা 

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১২ নভেম্বর ২০২৪, ২১:০৩
ছবি : যায়যায়দিন

গরীব, অসহায় ও সাধারন মানুষের ন্যায় বিচার ও আইনিসহায়তা প্রাপ্তিতে এক্সেস টু জাস্টিস প্রকল্পের উদ্বোধনী সভা মঙ্গলবার সন্ধ্যায় শহরের পানিছত্র মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রকল্পের কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করছে দি ইউএসএইড আইন সহায়তা এ্যাকটিভিটি। প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে মাদারীপুরে লিগাল এইড এসোসিয়েশন।

উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন মাদারীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এ ছাড়া সভার বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, সিভিল সার্জন মুনীর আহমদ খান, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনে প্রতিষ্ঠাতা ও সম্পাদক ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা, জেলা লিগাল এইড অফিসার রাবেয়া বেগম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার প্রমুখ। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার প্রধান সমন্বয়কারী খাম মো. শহীদ।

সভায় বক্তারা জানায়, এই প্রকল্পের মাধ্যমে জেলায় দরিদ্র মানুষ বিনামূল্যে আইনী সহায়তা পাবে। ফলে আদালতে মামলা জটিলতা নিরসন হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে