বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

বন্যাকবলিত এলাকায় আল নজির ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা প্রদান

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ২০:৩৪
ছবি : যায়যায়দিন

ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ের নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে বন্যাকবলিত অসহায় দুঃস্থ মানুষের মাঝে বন্যা পরবর্তী পুনর্বাসন উপলক্ষে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে রিকশা ও ভ্যানগাড়ি এবং নগদ অর্থ বিতরণ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে চারটার সময় জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ের নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব রিকশা গাড়ী,ভ্যানগাড়ি নগদ অর্থ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ আল্লামা শাইখ হারুন আজিজি নদভী।

ধাসের হাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলনা আবদুল জব্বারে পরিচালনায় সভাপতিত্ব করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সচিব ও মহদিয়া জামে মসজিদের খতিব মাওলনা মোঃ নুরুন নবী।

এসময় উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ আজিজুল হক মাক্কী, সংগীত শিল্পী সাইদ জামান, কারী তৈয়ব সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

এছাড়াও উপকার ভোগী দুঃস্থ মানুষেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ, শাইখ আল্লামা হারুন আজিজি বলেন, রামু উপজেলার গর্জনিয়া বড়বিলস্থ আল নজির ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্তমানবতার সেবায় অসহায় দুঃস্থ মানুষের কল্যানে কাজ করে আসছে। তারই ধারাবাহিতায় ফেনী জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে আজকের এই বিতরন কর্মসুচি।

তিনি আরও বলেন বিগত দিনে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পানিবন্দি মানুষের জন্য জেলার বিভিন্ন ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আপনাদের পক্ষ থেকে আমার মরহুম পিতা এবং ফাউন্ডেশনের জন্য দোয়া চাই। যাতে আগামীতে ও এই সহোযোগিতার হাত প্রসারিত করে এই ধারাবাহিতা অব্যাহত থাকে।

বিতরণ শেষে উপস্থিত সকলকে নিয়ে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে