নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে ও বদলী না করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী,অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিরিশিরি - শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ,ঝানজাইল কারিগরি কলেজ,ঝানজাইল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ,ঝানজাইল উচ্চ বিদ্যালয়,ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় তারপর সড়ক অবরোধ করে শত-শত মানুষ।
মানববন্ধনে বক্তারা জানান,ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা।
বিষয়টি তদন্ত হয়ে প্রধান শিক্ষক বজলুল কাদের দোষী প্রমাণিত না হলেও ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শুনা যাচ্ছে ওই শিক্ষিকার পাশাপাশি প্রধান শিক্ষককেও বদলি করা হচ্ছে। সহকারী শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা বদলিতে সকলে খুশি কিন্তু প্রধান শিক্ষক বজলুল কাদের এর বদলি হলে কেউ মেনে নিবে না। যদি দাবী না মেনে নেওয়া হয় তাহলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
মানববন্ধনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন,সুনামধন্য একটি স্কুলের একজন প্রধান শিক্ষক বজলুল কাদের। তিনি ভালো শিক্ষক হিসেবেই সবার কাছে পরিচিত। কিন্তু তার বিরুদ্ধে একজন নারী শিক্ষক মিথ্যা অভিযোগ তুলেছেন যা তদন্ত হয়েছে। তদন্তে নিদোষ প্রমাণিত হওয়ার পরও আমরা শুনেছি কর্তৃপক্ষ প্রধান শিক্ষক বজলুল কাদেরকে বদলি করতে যাচ্ছে।
তিনি বলেন,আমাদের কথা হলো যার বিরুদ্ধে অভিযোগ সে দোষী হলে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু নিদোষ প্রমাণিত হওয়ার পরও কেন তাকে বদলি করা হবে? আমরা এই বদলি মানি না তাই আজকে সকলের এই মানববন্ধন।
যুবদল নেতা ইউসুফ খান বলেন,সহকারী শিক্ষিকা সেবা বার বার এ বিদ্যালয়ের শিক্ষকদের হেনস্তা করে আসছে এর আগেও এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন যিনি এখন পৃথিবীতে বেঁচে নেই তার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ তুলেছিলেন,বার বার একাজ মেনে নেওয়া হবে না ৷
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতা খালিদ হাসান লিমন বলেন,আমরা মানববন্ধন করছি কারন একজন জেলা ও উপজেলায় বারবার শ্রেষ্ঠ হওয়া প্রধান শিক্ষক বজলুল স্যারের বদলি আমরাও মেনে নিবো না।
অভিভাবক তামান্না আক্তার বলেন,যদি বজলুল স্যারকে বদলী করা হয় তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের এ বিদ্যালয়ে আর পাঠাবো না। আশা করি উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়টি দেখবেন।
শিক্ষার্থী মৌরিয়াশ পরসি বলেন,বজলুল স্যার ভালো শিক্ষক,সেবা মেডাম ভালো না আমরা বজলুল স্যারকেই চাই।
মানববন্ধনে বক্তব্যে রাখেন,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান,ঝানজাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ফারুক খান,এন. ভাউরতলা স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান,যুবদল নেতা ইউসুফ খান,ব্যবসায়ী শফিকুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতা খালিদ হাসান লিমন,মেহেদি হাসান,ইমন হাসান,এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে হেপি আক্তার,রাশিদা আক্তার,তামান্না আক্তার,শিরিন আক্তারসহ স্কুল শিক্ষার্থী মৌরিয়াশ পরসি প্রমুখ।
যাযাদি/ এম