শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

তালতলী(বরগুনা)প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ১৮:১৯
ছবি: যায়যায়দিন

বরগুনার তালতলীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় ঢল নেমেছে নেতাকর্মীদের।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে সদরস্থ রোডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, এদিন বিকাল ৪টা থেকে আলোচনা সভা শুরু হবার কথা থাকলেও এর অনেক আগে থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলোচনা সভাস্থলে উপস্থিত হতে থাকেন। এসময় খণ্ড খণ্ড মিছিলে আলোচনা সভায় আগত নেতৃবৃন্দদের স্লোগান দিতে দেখা যায়।

উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। প্রধনা অতিথির বক্তব্য তিনি বলেন, উপজেলা বিএনপিতে ঐক্যের বিকল্প নেই। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে তারেক রহমানের নেতৃত্বে সকল দফা বাস্তবায়নে একই মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন,বিএনপিতে কোনো সন্ত্রাসীদের স্থান হবে না।

বিশেষ অতিথি হিসেবে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এ.জেড.এম সালেহ্ ফারুক, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন(পিপি), কেন্দ্রীয় জিয়া মঞ্চের সদস্য মোস্তাফিজুর রহমান,জেলা বিএনপি’র সাবেক সহ-সম্পাদক রেজা-উল-করিম বাবুল,জেলা কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবুল,জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর,জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান জাহিদ মোল্লা,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজবি-উল আহম্মেদ,জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে