বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

চাঁদপুর শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

চাঁদপুর প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ১৫:১৬
ছবি: যায়যায়দিন

চাঁদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে অর্ধশত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ অভিযান পরিচালনা করে সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেচ মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীরা।

পৌরসভার কর্মকর্তারা জানান, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরাতে শহরে মাইকিং করা হয়। অভিযানের পূর্বে অনেকেই স্থাপনা সরালেও যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদেরকে উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল মুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে