নওগাঁর বদলগাছীতে এবার চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। দামও ভাল পাওয়ায় চাষিরা খুশিতে আছেন।
বদলগাছী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৪শ ৮৩ হেক্টর জমি। উপজেলায় আমন ধান চাষ হয়েছে ১৪ হাজার ৪ শ ৮৫ হেক্টর জমিতে। উপজেলায় মোট পরবারের সংখ্যা প্রায় ৩৭হাজার, আমন ধান চাষ করেছেন প্রায় ২৫ হাজার কৃষক।
বিলাশ বাড়ী ইউপির কাশিমালা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে তুফান বলেন, এ বৎসর কৃষকের ভূলের কারনে দু এক বিঘা জমি ছাড়া সব জমিতেই ধানের ফলন ভাল হয়েছে। এ বছর ব্রীধান ৮৭, ৪৯, ৫১, ৫২, ৩৪, ১০৩ ও বীনা ১৭, ৯০ জাতের ধান ব্যাপক হারে চাষ করেছে কৃষকেরা।
এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, আমন ধান চাষ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা বেশ তৎপর ছিলেন। কিছু কিছু কীট নাশক আছে যে গুলি এক সাথে মিশ্রন করে ছিটানো হলে ধানের প্রচুর ক্ষতি হবে। কৃষকদের অসচেতনতা ও কীট নাশক ব্যাবসায়ীরা এজন্য দায়ী।
তিনি আরও বলেন, আবহাওয়া ও সময় মত বৃষ্টির কারনে ধানের ফলন আরো ভাল ফলাফল হয়েছে।
যাযাদি/ এসএম