ডাসারে সরকারি কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ | ১২ নভেম্বর ২০২৪, ১১:৩০
বাংলাদেশ জামায়াত ইসলামী ডাসার উপজেলার পক্ষ থেকে ডাসারের বিভিন্ন সরকারী কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
রোববার (১১ জুন) অর্ধদিনব্যাপী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংগেও সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সৌজন্য সাক্ষাৎ শেষে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মাসুম প্রধান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদ-উল হাসান কে সংগঠনের পক্ষ থেকে তাফহিমুল কুরআন সহ ইসলামী সাহিত্য উপহার প্রদাণ করেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন।
অতঃপর সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ ও ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমির অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীদের সাথে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎ শেষে উভয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদ্বয়ের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয় তাফহিমুল কুরআন সহ ইসলামী সাহিত্য।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাসার উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম,উপজেলা সেক্রেটারি মাওলানা জসীম উদ্দীন,কালকিনি পৌরসভা সেক্রেটারি এডভোকেট রফিকুল ইসলাম, ডাসার উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুস্তম হোসাইন সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ডাসার উপজেলার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও সাবেক শিবির সভাপতি মাওলানা হাবিবুর রহমান।
যাযাদি/ এসএম