বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে টুরিস্ট পুলিশের পর্যটন তথ্য কেন্দ্র হচ্ছে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১২ নভেম্বর ২০২৪, ১১:১৭
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ জেলার পর্যটন শিল্পের প্রসারে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে টুরিস্ট পুলিশের সাথে রেস্তোরাঁ ব্যবসায়ী ও রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা হয়েছে। সভায় আগামী সপ্তাহে শিমুলিয়া ঘাটে টুরিস্ট পুলিশের তথ্য কেন্দ্র নির্মাণের ঘোষণা করা হয়।

সোমবার বিকাল ৪টায় শখের হাঁড়ি রেস্তোরাঁর মিলনায়তনে এ সভার আয়োজন করে টুরিস্ট পুলিশ মুন্সীগঞ্জ পদ্মা সেতু জোন ও শিমুলিয়া ঘাট রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির সভাপতি মো. মুরাদ খানের সভাপতিত্বে ও টুরিস্ট পুলিশের পরিদর্শক মামুন-উর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. আবু কালাম সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত, ঢাকা জোনের টুরিস্ট পুলিশের সুপার মো. নাইমুল হক পিপিএম, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ শিকদার। সভায় আরও বক্তব্য দেন ঢালী আম্বার্স রিসোর্টের ডিএম মো. ফখরুল হোসেন, শখের হাঁড়ির পরিচালক আনোয়ার হোসেন, শিমুলিয়ার স্পিডবোট ঘাটের ইজারাদার আবদুল মান্নান খান প্রমুখ।

বক্তারা নির্বিঘ্নে শিমুলিয়া ঘাটে পর্যটকদের পদচারণায় নানা সমস্যা ও নিরাপত্তার কথা তুলে ধরেন এবং প্রশাসনের কাছে সেসবের প্রতিকার দাবি করেন। বিশেষ করে ঘাটের প্রবেশ মুখের রাস্তার বেহাল দশা, রাতে অপর্যাপ্ত লাইটিং, হোটেলের বর্জ্য অব্যবস্থাপনা ও ঘাটের পার্কিং ইয়ার্ডে অবৈধ স্থাপনা তুলে বিআইডব্লিউটিএর চাঁদা আদায়ের বিষয়টি উল্লেখ করেন। প্রধান অতিথি আবু কালাম সিদ্দিক পর্যটন শিল্পের প্রসারে শিমুলিয়া ঘাটে পর্যটন তথ্য কেন্দ্র নির্মাণের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে