উপজেলা নিবার্হী কর্মকর্তার মোল্লাহাট বাজার পরিদর্শন
প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ২১:৩২
বাগেরহাটের মোল্লাহাটে গাড়ফা হাট - বাজার পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
সোমবার দুপুর ১২ টায় মোল্লাহাটের প্রাণকেন্দ্রের গাড়ফা হাট - বাজারের শৃঙ্খলা আনায়নে এ পরিদর্শন করা হয়।
এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্য উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, কোনভাবেই সড়কের মাঝে বা গা ঘেঁষে ব্যবসা করা যাবে না। যেহেতু পর্যাপ্ত উন্মুক্ত যায়গা আছে, সেহেতু সড়ক ও এর পাশ ছেড়ে সুশৃঙ্খলভাবে কেনাবেচা করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, গাড়ফা বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ রাঙ্গা প্রমুখ।
যাযাদি/ এম