চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযান 

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ২০:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ২১:৫৫

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
ছবি : যায়যায়দিন

চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে সেনাবাহিনীর অভিযানে হেলমেট ছাড়া মোটর সাইকেল চালকদের জরিমানা করা হয়েছে।  

এছাড়া ভোক্তা সংরক্ষন অধিকার কে সাথে নিয়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় বেশী দামে সার বিক্রীর অভিযোগে দু'জন সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সুত্র জানায়,

সোমবার  (১১ নভেম্বর) দুপুর ২ টায় ওয়ারেন্ট অফিসার মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং চুয়াডাঙ্গা সদরের ট্রাফিক পুলিশের সমন্বয়ে চুয়াডাঙ্গা সদরের বড় বাজারে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

গাড়ির অবৈধ কাগজপত্র এবং মোটরসাইকেলে আরোহন করার সময় হেলমেট পরিধান না করায় মোট ১,৭৭,০০০ ( এ লাখ ৭৭ হাজার টাকার ৩০টি মামলা দায়ের করেন।

অপরদিকে  দুপুর ২ টায় ওয়ারেন্ট অফিসার জুলফিকার এর নেতৃত্বে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিসহ  চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে এমএস সামসুল আলম এবং এমএস বিশ্বাস ট্রেডার্স এর বিরুদ্ধে ৩০,০০০  (ত্রিশ হজার) টাকা জরিমানা করেন। এ রকম অভিযান প্রতিনিয়ত চলবে বলে জানান সেনা ক্যাম্প। 

এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ উপস্থিত ছিলেন।


যাযাদি/ এম