ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাঁট বাজারে পলিথিন বিরোধী অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত(মোবাইল কোর্ট)। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. রায়হান-উজ্জামান সোমবার দুইটার দিকে ওই বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই অর্থদন্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুঞ্জের হাঁট বাজারের সাহা রোডের মাছ বাজার সংলগ্ন মুদি দোকান মেসার্স কাজল স্টোরে ১৪৮ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। ওই দোকান থেকে বোরহানউদ্দিন থানার পুলিশ ফোর্স ও ভোলা জেলার পরিবেশ
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার উপস্থিতিতে ওই পলিথিন জব্দ করা হয়।ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় ব্যবসায়ী মো. মনিরকে (৩৫) ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে।
যাযাদি/এসএস