বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

নল‌ছি‌টি‌তে নিষিদ্ধ পলিথিন জব্দ

নল‌ছি‌টি (ঝালকা‌ঠি) প্রতি‌নি‌ধি
  ১১ নভেম্বর ২০২৪, ১৫:২২
ছবি: যায়যায়দিন

ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপজেলার হাইস্কুল রো‌ডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১১ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ নভেম্বর, সোমবার বেলা ১টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রা‌য় এর নেতৃত্বে এ অভিযান পারচা‌লিত হয়।

এ সময় নল‌ছি‌টি থানার সাব ইন্স‌পেক্টর হেমা‌য়েত ও তার সহ‌যোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রায় জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী হা‌নিফ হাওলাদার‌কে ৩ হাজার টাকা, শ‌্যামল‌কে ৫০০ টাকা, নাঈম‌কে ১৫০০ টাকা জরিমানা করা হয়।

তি‌নি আরও ব‌লেন এটা শুধুই ব‌্যবসায়‌দের সতর্ক করা হ‌লো, পরবর্তী‌তে প‌লি‌থিন পে‌লে জ‌রিমানা সহ শা‌স্তি ভোগ ক‌রি‌তে হই‌বে।

স্থানীয়া জনতা বিকল্প ব‌্যবস্থা না ক‌রে এ ধর‌নের অ‌ভিযান ও জ‌রিমানা করায় ক্ষোভ প্রকাশ কর‌ছেন। অ‌নে‌কে বলে‌ছেন উপ‌জেলা পর্যা‌য়ে কেন জ‌রিমানা ক‌রেন, যেখান থে‌কে উৎপাদন হয় সেখা‌নে আ‌গে বন্ধ ক‌রেন।

দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) সমা‌প্তি রায়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে