নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ২১:৫৩

স্টাফ রিপোর্টার, নড়াইল
ছবি : যায়যায়দিন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে ৫৪তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (১০ নভেম্বর) দুপুরে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

আইডিইবি নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন-নড়াইল সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামসহ অনেকে। 

যাযাদি/ এআর