বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্টের মিলন মেলা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ১০ নভেম্বর ২০২৪, ২০:০৩
ছবি: যায়যায়দিন

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার মানব কল্যাণ ট্রাষ্টের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা ও মিলন মেলার আয়োজন করে মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্ট। গতকাল শনিবার উপজেলা সদর মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলার ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্ট। সংঘঠনটি বিভিন্নভাবে মনোহরগঞ্জ উপজেলার ৯০টি হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেন মানব কল্যান ট্রাষ্ট।

মনোহরগঞ্জ উপজেলার মানব কল্যাণ ট্রাষ্টের প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম মনসুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানব কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা আবু সুফিয়ান আনিস আল মাদানী, বাবুল চন্দ্র দেবনাথ, মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আব্দুর রহমান জাবেরী, বিশিষ্ট সমাজসেবক মোঃ মঞ্জুরুল ইসলাম, বাহারুল আলম বাবর, মোঃ আলাউদ্দিন।

মানব কল্যান ষ্ট্রাষ্ট এর ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ মাছুম বিল্লাহ্ ও দপ্তর সম্পাদক, মোঃ সোহরাব খান এর যৌথ উপস্থাপনায় ভার্চুয়াল বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মওদুদ আহম্মদ জিহাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান রনি, আমেরিকান প্রবাসী অনিক চক্রবর্তী, বাহারাইন প্রবাসী সাংগঠনিক সম্পাদক মোঃ আলম, অর্থ বিষয়ক সম্পাদক জিএম মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাষ্ট এর সহ সভাপতি সোহেল রানা, দপ্তর সম্পাদক একে মামুন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মহাসিন ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ, চিকিৎসা বিষয়ক সম্পাদক বায়জিদ হোসেন বাবু, কার্য নির্বহী সদস্য ওমর ফারুক, নাছির, ফখরুল ইসলাম, শাহাব উদ্দিন, রাফি ও উপজেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে