চায়ের এক্সপোর্ট বাড়াতে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে: সরওয়ার হোসেন 

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৯:৫৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ২০:০২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চায়ের এক্সপোর্ট বাড়ানোর পরিকল্পনা আমাদের অবশ্যই আছে। তবে কোয়ালিটি ইমপ্রুভ করতে না পারলে যতই আমরা পরিকল্পনা করি এক্সপোর্ট বাড়াতে পারব না। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “টি টেসিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল” প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী ও ভ্যালু অ্যাডেড চা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন । 

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় পিডিইউ অডিটোরিয়ামে বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন ইউনিট শ্রীমঙ্গলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়াছমিন পারভীন তিবরীজি, যুগ্নসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সদস্য (গবেষণা ও উন্নয়ন), বাংলাদেশ চা বোর্ড, ড. মোঃ ইসমাইল হোসেন পরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, জি এম শিবলী, মহাব্যবস্থাপক, ফিনলে ভাড়াউড়া ডিভিশন ও সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান, বাংলাদেশীয় চা সংসদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এ কে এম রফিকুল হক, পরিচালক প্রকল্প উন্নয়ন ইউনিট বাংলাদেশ চা বোর্ড।

প্রধান অতিথি আরো বলেন, এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের ডিপলোমেটিক চ্যানেলে কালেকশন বাড়াতে হবে এবং আমাদের চায়ের কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। যেভাবে অবৈধভাবে চা দেশে প্রবেশ করছে ফলে আমাদের আগের কোয়ালিটি কিভাবে ভালো থাকেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সীমান্ত এলাকায় মনিটরিং আরো জোরদার করা হবে বিশেষ করে উত্তর বঙ্গে মনিটরিং আরো বাড়বে যাতে অবৈধ চা দেশের ভিতরে প্রবেশ করতে না পারে। সে জন্য বিজিবিকে টহল আরো জোরদার করার অনুরোধ করব। অবৈধ চা দেশে প্রবেশ করতে না পারলে আমরা আমাদের কোয়ালিটি ধরে রাখতে পারব এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি। এতে আপনাদের সকলের সহযোগীতা লাগবে। 

পরে তিনি বিভিন্ন ধরনের চায়ের প্রদর্শনী করেন। অনুষ্ঠান শেষে এক মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

যাযাদি/ এআর