নাচোলে শিক্ষার্থী অপহরণের মাস্টার মাইন্ড ফিরোজ মেম্বার আটক

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৮:৫৬

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কলেজ শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস অপহরণের মাস্টার মাইন্ড  কসবা ইউনিয়ন আ'লীগ নেতা  ফিরোজ আলীকে আটক করেছে নাচোল থানা পুলিশ।

পুলিশ শনিবার ৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে ফিরোজ আলী মেম্বারকে আটক করে পরদিন জেল হাজতে প্রেরণ করেছেন।

নাচোল থানার ওসি(তদন্ত) ফরিদ উদ্দিন জানান, উপজেলার কসবা ইউনিয়নের কলাবোনা গ্রামের মামুন আর রশিদের কলেজ পড়ুয়া মেয়ে জান্নাতুন ফেরদৌসকে একই পাড়ার বেলালের ছেলে ছাত্রলীগনেতা বিপ্লব(৩৬) গত ৮ অক্টোবর বাড়ীর পাশ থেকে অপহরণ করে আত্মগোপনে রয়েছে।

গত ৯ অক্টোবর মেয়ের পিতা মামুন আর রশিদ নাচোল থানায় বিপ্লবসহ ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করেন। মামলার কয়েক দিন পরেই পুলিশ বিপ্লবের পরিবারের ৩ জনকে আটক করে জেলহাজতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন,   ওই মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে কলাবোনা গ্রামের সাবের আলীর ছেলে অপহরণকারি বিপ্লবের চাচা মেম্বার ফিরোজ আলী(৪৪)কে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, ভিকটিম উদ্ধার ও অপহরণকারি বিপ্লবকে আটকের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য অপহরণের মাস্টার মাইন্ড ফিরোজ আলী মেম্বারকে রিমান্ডে নেয়ার আবেদন আদালতে করবেন।


যাযাদি/এসএস