নড়াইলে ছাত্রলীগের আসামীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৮:৩৫

স্টাফ রিপোর্টার, নড়াইল
ছবি: যায়যায়দিন

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে নড়াইল জেলা ছাত্রদল।

রবিবার দুপুরে প্রতিবাদ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কলেজ ছাত্রদল পরে চৌরাস্তায় দলীয় কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দ একত্রিত হয়ে অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক  রুবায়েত তুরশেদ শাথীল, সহ সভাপতি মোঃ আল আমিন,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার,ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু,পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান।  এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


যাযাদি/এসএস