নীলফামারীতে শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৮:২২

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নীলফামারী জেলা শাখার কর্মী সভা শনিবার বিকেলে শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধান বক্তা এবং নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন সভায়।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা দিয়েছেন কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে। আমরা তৃণমুলে এই বার্তা ছড়িয়ে দিতে চাই। এজন্য কাজ করতে হবে প্রত্যেককে।

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন, শ্রমিকদলকে গতিশীল এবং শক্তিশালী করণ এবং তৃণমুলে কর্মী সমর্থকদের উজ্জিবিত করতে এই কর্মীসভার আয়োজন করা হয়। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল কর্মকান্ডে শ্রমিকদল নিবেদিত হয়ে কাজ করবে। সভার শুরুতে জাতীয় পতাকা ও শ্রমিকদলের পতাকা উত্তোলন করা হয়।

 

যাযাদি/এসএস