কেরানীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৭:৫৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকার কেরানীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওয়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এ সময় তিনি বলেন, বিনামূল্যে সার ও বীজ পেয়ে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা অনেক উপকৃত হয়েছে। ভালো ফসল ফলনের জন্য সব সময় মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। কৃষকের পাশে যেমন সরকার সহায়তা নিয়ে দাঁড়িয়েছে, তেমনি কৃষককেও তার সেরা শ্রম আর মেধা দিয়ে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে আর ও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সেলিম রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিমেল সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লতিফা ইয়াসমিন প্রমুখ।

 

 

যাযাদি/এসএস