ঢাকার কেরানীগঞ্জের বেয়ারা বাজার এলাকায় স্বামীকে অপহরণ মামলায় ১ ঘন্টার মধ্যে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত সদস্যরা হলেন, রিফাত শিকদার (১৯), মোহাম্মদ রাজ (২১), মেহেদী হাসান (১৯), কাশফিয়া আক্তার (১৫), জান্নাতুল ফেরদৌস (১৮)। রবিবার (১০নভেম্বর ) বিকেলে র্যাব-১০ সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার সারিঘাট এলাকায় স্ত্রীসহ ঘুরতে গিয়ে তার দুই ঘণ্টা পর জান্নাতুল একা তার স্বামীর বাসায় গিয়ে তার শাশুড়ীকে জানায় যে, অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি ফয়সালকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে। ঘটনাটি শুনে ফয়সালের মা তার আত্মীয়স্বজনদের নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে অজ্ঞাত অপহরণকারীরা ফয়সালের মায়ের মোবাইল ফোন করে ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০ হাজার) টাকা দাবি করে অন্যথায় তারা ভিকটিম ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে ফোন রেখে দেয়। অতঃপর ভিকটিম ফয়সালের মা বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভিকটিম ফয়সালকে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম ফয়সালের স্ত্রী জান্নাতের সাথে আসামি রিফাতের বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ফয়সালের সাথে জান্নাতের বিয়ের পরেরদিনই রিফাত ও জান্নাত তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় ফয়সালকে অপরহণ করে মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে। মুক্তি পনের টাকা নিয়ে রিফাত ও জান্নাত অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/এসএস