নরসিংদীতে মাধবদী পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত ও স্থানীয় প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৬:৫৭

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নরসিংদীতে নানা সমস্যায় জর্জরিত মাধবদী পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত ও স্থানীয় প্রশাসক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে মাধবদী পৌরসভার সর্বস্তরের জনগণ। আজ ১০ নভেম্বর দুপুরে মাধবদী পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন আনু।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধবদী পৌরসভার সাবেক কমিশনার সোলাইমান ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব যোবায়ের হোসেন নকিব, মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী শহীদুজ্জামান অপু, কাজী ওয়াসিম, মাসুম ভূঁইয়া, মাহফুজুর রহমান কালাম, জহিরুল ইসলাম বাবু, মো. মোতালিব মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নানা সমস্যায় জর্জরিত মাধবদী পৌরসভার মানুষ। মিলছে না কোন  নাগরিক সুবিধা। বিশেষত মাধবদী পৌর এলাকায় চলমান রাস্তা ও ড্রেন সংস্কারের কার্যক্রমগুলো স্থবির হয়ে আছে। জন্ম সনদ, মৃত্যু নিবন্ধন, বয়স্ক ভাতা ও নাগরিক সনদ দেয়ার কার্যক্রমও প্রায় বন্ধ। আর সমস্যা সমাধানে সরকারি কর্মকর্তা নয়, স্থানীয়দের মধ্য থেকেই পৌর প্রশাসক নিয়োগের দাবি জানান বক্তারা।


যাযাদি/এসএস