আ.লীগ নেতার ভাইয়ের দখলে থাকা জমি দখল মুক্ত করলো এলাকাবাসী

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা
ছবি: যায়যায়দিন

শালিসি বৈঠকের মাধ্যমে সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুলাহেল কাফির ছোট ভাই চরিয়া কান্দি পারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহেল বাকির দখলে থাকা ৬ শতক জমি দখল মুক্ত করলো স্থানীয় গ্রাম প্রধানরা।

১০ নভেম্বর রবিবার গ্রামের মো. আহম্মদ আলী সরকারের  আহ্বানে আলহাজ্ব জমশের আলী সভাপতিত্বে  এই শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আশরাফুল ইসলাম হাসু, আরিফুল ইসলাম হাসান,আব্দুল খালেক, ইলিয়াস সরকার, আজগর আলী ভুইয়া,মজিবুর রহমান, মোহাম্মদ আলী মন্ডল, আলতাফ হোসেন মোল্লা,জফের আলী নান্নু,জুয়েল রানা,শফি ফকির সহ গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিল।

এ সময় উভয় পক্ষের কাগজ পত্রাদি জাচাই বাঁচাই শেষে শালিসি বৈঠকের মাধ্যমে সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুলাহেল কাফির ছোট ভাই চরিয়া কান্দিপারা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকির দখলে থাকা ৬ শতক জমি দখল মুক্ত একই গ্রামের রফিকুল ইসলাম ও আল আমিন হোসেন কে দেয়া হয়।

এবং এই জমির সাথে পার্শ্ববর্তী  কেনালগনকে তাদের হিস্যা অনুযায়ী তাদের পাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়ন আ. লীগের সভাপতি আব্দুলা-হেল কাফির ছোট ভাই চরিয়া কান্দিপারা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহেল বাকী বলেন, আমি প্রায় ২০ বছর আগে জমি কিনে সেখানে ভোগ দখলে আছি। এমতাবস্থায় তারা আমার জমিতে অবৈধ ভাবে দখল নিয়েছে।

এখন আমার জমিতে গেলে তারা আমার উপর হামলা করবে। তাই তাদের বাধা না দিয়ে আমি আইনের আশ্রয় নিব।

 

যাযাদি/এসএস