তপু সরকার হারুন শেরপুর জেলা ট্রাফিক সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে ।শেরপুর জেলা পুলিশের আয়োজনে ১০ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে সপ্তাহব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
শেরপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি ও চালক শ্রমিক ইউনিয়ন এবং শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক, ড্রাম ট্রাক ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের অংশগ্রহণে ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সপ্তাহব্যাপী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
তিনি মালিক সমিতি ও চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, শেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়, বিভিন্ন পয়েন্ট ও সড়ক ব্যবস্থার শৃংখলা ফেরাতে যত্রঅত্র গাড়ি পার্কিং না করার জন্য চালকদের আরো সচেতন হতে হবে। এছাড়াও ট্রাফিক আইন মেনে চলার জন্য চালক শ্রমিকদের প্রতি তিনি আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে টিআই, টিআই সৈয়দ মাহবুবুর রহমান, টিআই কার্তিক চন্দ্র পাল, টি,আইপ্রশাসন মোঃ সোহেল রহমান ও সার্জেন্ট রুবেল, শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ ঘোষ, সদস্য সচিব রনজিৎ সিংহ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল আনোয়ার দিপু, বিআরটিএ ইউডিএ তাজমুন হাবিব, শেরপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, কার্যকরি সভাপতি মোঃ হুসেন আলী, সহ- বিভিন্ন যানবাহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।