১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের ডাক দেওয়া কর্মসূচির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রবিবার মাঠে ছিলো বিএনপি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে। সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে পৌরশহরের সড়ক বাজার আসে। এসব মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। পরে পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে এদিন আখাউড়ায় আওয়ামীলীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, সদস্য সচিব আক্তার খান, জাকির হোসেন, জাবেদ আহম্মেদ, জিয়াউল হাসান, মো. নয়ন. মো. ইমরান প্রমুখ উপ।
বক্তারা আওয়ামীলীগকে হুশিয়ারি দিয়ে বলোন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
যাযাদি/এসএস