বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ১০ নভেম্বর ২০২৪, ১৬:১৩
ছবি: যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে ছাত্র হত্যাকান্ডের ঘটনায় জড়িত উপজেলা শ্রমিক লীগ নেতাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পরশুরাম উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আবুল কালাম কালা (৪৮), পৌর এলাকার নয় নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহাদী হাসান (২৩), চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব সাকিব (২৩)।

শনিবার (৯ নভেম্বর) রাতে পরশুরাম থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র হত্যা মামলা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার (১০ নভেম্বর) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে ফেনীর মহিপালের ছাত্র হত্যা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে। তিনজনকে ফেনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে