কেন্দুয়ায় দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার ১

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৫:০৬

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্রুত বিচার মামলায় গোলাম রাব্বানী নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মোড় থেকে গ্রেফতার করা হয় বলে জানা যায় স্থানীয় ও থানা সূত্রে ।

গ্রেফতারকৃত  রাব্বানী কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই উক্ত মামলার তদন্ত অফিসার মোঃ শফিউল আলম বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । তাছাড়া রাব্বানীসহ এ পর্যন্ত আমরা এই মামলার তিন আসামিকে  গ্রেফতার করতে সক্ষম হই ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট দায়েরকৃত মামলা মারফত জানা যায়, মোবারক হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মোট ১৪৮জনের নামোল্লেখ করতঃ ২০০/৩০০জনকে অজ্ঞাত আসামি এই মামলা দায়ের করেন । মামলা নং - ১১ । মামলা মারফত আরো জানা যায়, কেন্দুয়া থানা গেইট সংলগ্ন তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্ণারে গত ২৮ জুলাই অসিম কুমার উকিল ও অপু উকিলের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা ও লুটপাট চালায় ।

যাযাদি/ এসএম