ভোলায় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোলন ও বি‌ভিন্ন সংগঠ‌নের বি‌ক্ষোভ মি‌ছিল

প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৫:০৩

স্টাফ রিপোর্টার ভোলা
ছবি: যায়যায়দিন

‌ভোলায় আওয়ামী লী‌গের নাশকতা ঠেকা‌তে ও তা‌দের বিচা‌রের দাবিতে বি‌ক্ষোভ মি‌ছিল ও অবস্থান কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোলন, হেফাজত ইসলাম বাংলা‌দেশ ইসলামী ছাত্র আ‌ন্দোলন।

রোববার দুপুরে ভোলা সরকা‌রি বালক উচ্চ বিদ‌্যাল‌য়ের মাঠ সংলগ্ন এলাকা থে‌কে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে শহ‌রের কা‌লিনাথ রা‌য়ের বাজা‌রের শহীদ নু‌রে আলম চত্ত্ব‌রে অবস্থান কর্মসূ‌চি ক‌রেন তারা।

এসময় তারা ব‌লেন, গত বৈষম‌্যবি‌রোধী ছাত্র ও জনতার আ‌ন্দোল‌নের মূ‌খে আওয়ামী লী‌গ সরকা‌রের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দেশ ত‌্যাগ ক‌রে পা‌লি‌য়ে গে‌ছে। এখন শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে দে‌শে নাশকতা ও শৃঙ্খলা ভ‌ঙ্গের প‌রিকল্পনা কর‌ছে। কিন্তু তারা কখনই সফল হ‌বে না। আওয়ামী লী‌গ ও তা‌দের অঙ্গ সংগঠ‌নের সন্ত্রাসীদের পরিকল্পনা  দে‌শে কখনই মাথা চারা দি‌য়ে উঠ‌তে দেওয়া হ‌বে না। তা‌দের ছাত্র-জনতা মোকা‌বেলা কর‌বে।

এসময় বক্তব‌্য রা‌খেন ভোলার বৈষম‌্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের সমন্বয়ক মো: জুবা‌য়েত চৌধুরী মাসুম, মো: রা‌হিম, হেফাজত ইসলা‌মের  ভোলা জেলা সহ সম্পাদক মো: মিজানুর রহমান, প্রচার সম্পাদক জিয়াউর রহমান ফারুকী, ইসলামী ছাত্র আ‌ন্দোল‌নের জেলা সভাপ‌তি আবু জাফর, সাধারন সম্পাদক মো: হা‌বিবুর রহমান প্রমূখ।

যাযাদি/ এসএম