রাজধলা বিলপাড়ে মিনি পার্ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৪:১৯
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী রাজধলা বিলপাড়ে শিশুদের জন্য মিনি পার্ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর মাধ্যমে উপজেলাবাসীর দীর্ঘদিনের একটি দাবী পূরণ হতে চলছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজধলা বিল পাড়ে ‘উপজেলা প্রশাসন পার্ক’ নামে পার্কটি তৈরী হচ্ছে বলে জানা গেছে। পার্ক নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়নে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।
সরেজমিনে দেখা গেছে, পূর্বধলা সরকারি কলেজ সংলগ্ন রাজধলা বিলপাড় ঘেঁষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের পার্ক নির্মাণের স্থান নির্ধারন করা হয় আগে থেকেই। সে অনুযায়ী প্রায় ৪০ শতাংশ সরকারি খাস জমিতে মাটি কেটে উচু করা হয়। বর্তমানে সেই জায়গাতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন প্রকারের রাইড স্থাপন করা হচ্ছে। পার্কের মধ্যবর্তী স্থানে একটি চমৎকার ফুয়ারা নির্মাণ করা হচ্ছে। যা দর্শনাথীদের মন আকৃষ্ট করবে। পার্কের উত্তর পাশে সুন্দর অক্ষরের মাধ্যমে “আই লাভ পূর্বধলা” নামে একটি দৃষ্টি নন্দন নাম ফলক তৈরী করা হচ্ছে। যার মাধ্যমে ফটো ফ্রেমে হৃদয়ে পূর্বধলাকে ধারন করার সুযোগ পাবে আগত দর্শনাথীরা। পার্কের সীমানা প্রাচীরসহ বিলের ঘাটপাড় সংলগ্ন বিশাল একটি জায়গা নিয়ে মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে। এখানে সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরা যেকোন ধরনের অনুষ্ঠান করতে পারবে।
তাছাড়া পর্যাপ্ত বসার ব্যবস্থাসহ ওয়াশরুমের ব্যবস্থা করা হচ্ছে। রাতে আলোকিত করার জন্য বিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের লাইট বসানো হয়েছে। আর এসব কাজ নিয়মিত তদারকি ও দেখভাল করছেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।
পার্কে ঘুরতে আসা ছোট্ট শিশু আরবান একাডেমির ২য় শ্রেণির শিক্ষাথী রুবাইয়া ইসলাম বলেন, এখানে পার্ক হওয়ার আমাদের খুব ভালো লাগছে। আমরা এখানে দোলনা, চরকি, টেঁকিতে উঠে খেলাধুলা করতে পারব। উপজেলার শ্যামগঞ্জ এলাকা থেকে মেয়ে, নাতী-নাতনীদের নিয়ে রাজধলা বিলপাড়ে ঘুরতে এসেছেন মাহমুদা আক্তার নামে এক অভিভাবক।
তিনি বলেন, এখানে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কাজটি খুব ভাল হয়েছে। এখন থেকে ছুটির দিনে, ঈদ ও পুজার ছুটিতে বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আশা দর্শনার্থীরা আলাদা মজা পাবে। তিনি দাবী করেন, বতর্মানে যে রাইড গুলো স্থাপন করা হয়েছে সেগুলি আরও একটু শক্ত হলে আরও ভালো হতো। তবে যে গুলি স্থাপন করা হচ্ছে সেগুলি দেখভালের কেউ না থাকলে নষ্ট করে ফেলবে।
পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের বলেন, রাজধলা বিলপাড়ে শিশু পার্ক নির্মাণ করার মাধ্যমে পূর্বধলাবাসীর দীর্ঘদিনের একটি দাবী পুরণ হচ্ছে। এর মাধ্যমে শিশুরা যেমন নির্মল আনন্দ পাবে তেমনি আগত দর্শনার্থীরাও একটু আলাদা প্রশান্তি পাবে।
তিনি আরও বলেন, এখানে ইলেক্ট্রনিক্স রাইড নির্মাণের মাধ্যমে পার্কটিকে আধুনিকরণ করা হলে আরও ভালো হবে। পাশাপাশি পার্ক ও রাজধলা বিলপাড়ের পরিবেশ যাতে কলুষিত না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আর এক দর্শনাথী মো: মোখলেছুর রহমান বলেন, পর্যটনের দাবীদার রাজধলা বিলকে কেন্দ্র করে দর্শনার্থীদের আনাগুনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পার্ক যোগ হওয়ায় আরও কদর বাড়ছে। তবে দর্শনার্থীদের কলেজ সংলগ্ন বিল পাড়ে আনাগুনা করার স্বতন্ত্র কোন রাস্তা নেই। দর্শনাথীদের পূর্বধলা সরকারি কলেজের ভিতর দিয়ে আনাগুনা করতে হয়। এতে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্য তিনি একটি স্বতন্ত্র রাস্তা নির্মানে দাবী জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান যায়যায়দিনকে বলেন, পূর্বধলা উপজেলায় এর আগে শিশুদের বিনোদনের জন্য কোন ব্যবস্থা ছিল না এবং দর্শনার্থীদের বসার সুন্দর পরিবেশ ছিল না তারই আলোকে এখানে একটি শিশু পার্কসহ সুন্দর পরিবেশ তৈরীর ব্যবস্থা নেওয়া হয়। এ জন্য টি.আর প্রকল্প ও উপজেলা উন্নয়ন তহবিল হতে বরাদ্দ দেওয়া হচ্ছে। এ কাজে কলেজ কর্তৃপক্ষ, উপজেলা পিআইও অফিস, উপজেলা প্রকৌশলী অফিস সহযোগিতা করছেন। বিলপাড়ে পরিবেশ সুন্দর করতে ইতিমধ্যে অনেকগুলো গাছের রোপন করা হয়েছে সামনে আরও করা হবে। তিনি আর বলেন পার্ককে আরও আকর্ষনীয় করতে ভবিষ্যতে ইলেক্ট্রিক রাইড নির্মান করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া পার্কের উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সহযোগিতা নেওয়া হবে। বিলপাড়ে আনগুনা করার জন্য একটি স্বতন্ত্র রাস্তা নির্মানের জন্য আলোচনা চলছে। তিনি পার্কের পরিবেশ, রাইড ও অন্যান্য উপকরনের যাতে ক্ষতি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহবান জানান।
যাযাদি/ এসএম