লোহাগড়ায় পূজার মন্দির পরিদর্শনে বিএনপির নেতা মশিয়ার রহমান
প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ১৪:১০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১৪:১৫
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী কাত্যায়নী পূজা। পাঁচ দিনব্যাপী কাত্যায়নী পূজার মহা অষ্টমীর তিথিতে লোহাগড়া পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শহরের তিনটি মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে লোহাগড়া পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে গন্ধবাড়িয়া ত্রিপল্লী সার্বজনীন মন্দির পরিদর্শন করেন।
এরপর তিনি কুন্দশী এলাকার অনুষ্ঠিত শ্রী শ্রী কাত্যায়নী পূজা মন্দির পরিদর্শন শেষে জয়পুর পরশমনি মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত কাত্যায়নী পূজার মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এলাকার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ প্রমূখ।
যাযাদি/ এসএম