জুলাই-আগস্ট ২০২৪ আন্দোলনের নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশন ।
শনিবার দুপুরে ন্যাশনাল ইয়ুথ ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের অধিবেশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে এ অর্থ তোলে দেন বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষে নাজমুল হকের ছেলে নাদিমুল হক ।
ন্যাশনাল ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের অধিবেশনে গণসংহতি আন্দোলনের জেনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটি মুভমেন্টের ববি হাজ্জাজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মিডিয়া ব্যক্তিত্ব জামিল আহমেদ, জহিরুল আলম, ইয়ুথ ফোরামের মেহেরুন্নেসা হক, সোহান হাফিজ, তানজিনা নওসিন, মনিরুজ্জামান মুনির, মেহেদি হাসান মিঠু, শফিউল কবির, জেরিন আনজুম মৌ, আয়ান আহমেদ প্রমুখ ।
নাদিমুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক ফাউন্ডেশন থেকে জুলাই আগষ্ট ২০২৪ আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কৃতজ্ঞতা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমার পিতা মরহুম নাজমুল হককে শ্রদ্ধার সাথে স্বরণ করার জন্য।
যাযাদি/ এসএম