বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ডাক্তার সংকট

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১০ নভেম্বর ২০২৪, ১৩:২৭
আপডেট  : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৪৬
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গত তিন মাস আগে সারা দেশে স্বাস্থ্য বিভাগে ভালো কার্যকলাপের জন্য চতুর্থ স্থান অধিকার করেছিল। ঐ সময় ডাক্তারের কোন সংকট ছিল না। বর্তমানে তিন মাস পার হওয়ার পর আট জন ডাক্তারের স্থলে মাত্র দুই জন ডাক্তার দিয়ে হাসপাতালটি কোনো রকম চলছে।

এর মধ্যে পাঁচ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে। প্রতিদিন এ হাসপাতালে হাজারো রোগী টিকিট নিয়ে যায় ঠিকই। কিন্তু ডাক্তার সংকট এর কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত দেড় মাস আগে হাসপাতালটি সারাদেশে ৬২তম স্থান অধিকার করেছে বলে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

গত সোমবার ও গতকাল মঙ্গলবার সরেজমিন গেলে নার্সরা জানান, বর্তমানে ৫০ বেডের হাসপাতালে রোগী হয় গড়ে ৭০ থেকে ৮০ জন। সিট বাধে ২০ থেকে ৩০ জন রোগী সিটের আশে পাশে ও বারান্দায় সেট করে কোনো রকম থাকে। এ সময় প্রতিদিন ৬ থেকে ৭ জন রোগী ডায়রিয়ায় ভর্তি হচ্ছে। ডাক্তার সংকট থাকলেও ঔষধ ও রোগীদের খাবারের কোনো সংকট নেই বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাজিতপুর উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা নাজমুস ছালেহীন এ প্রতিবেদককে বলেন, ডাক্তার সংকটের কারণে রোগীরা যেমন সেবা পাচ্ছে না। তেমনি ডাক্তার সংকটের কারণে রোগীদের সেবা দিতে গিয়ে অল্প সংখ্যক ডাক্তার হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, অচিরেই যেন ডাক্তার সংকট বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে